আগামী বাদল অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার করে নেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। পাকিস্তান থেকে ভারতে আসা হিন্দু শরণার্থীদের কেন এখনও নাগরিকত্ব দেওয়া হল না, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন বহরমপুরের সাংসদ। এবার সিএএ প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানালেন অধীর।
আগের চিঠির প্রসঙ্গ উল্লেখ করে কংগ্রেস সাংসদ লিখেছেন, ‘দুই বছরেরও বেশি সময় হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর করা গেল না। যেহেতু এই আইন অসাংবিধানিকভাবে তৈরি করা হয়েছে, তাই এই আইন কার্যকর করা যাচ্ছে না।।’
বউবাজারে দুর্গা পিতুরি লেনের ১০টি বাড়িতে ফের ফাটল, অভিযোগ মেট্রো রেলের বিরুদ্ধে
পাশাপাশি সিএএ-র (CAA) সমালোচনা করেই অধীরবাবু চিঠিতে লেখেন, ‘একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করেই আইনটি তৈরি করা হয়েছে। এটি আমাদের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্যের পরিপন্থী। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, নিজে বাঁচা ও অন্যকে বাঁচতে দেওয়ার। যেহেতু এই আইন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে করা হয়েছে, তাই এই আইন আমাদের বিচার ধারার সঙ্গে খাপ খায় না।’ চিঠির শেষে কংগ্রেস সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানান যেন আসন্ন বাদল অধিবেশনে এই নাগরিকত্ব সংশোধনী আইনকে প্রত্যাহার করে নেওয়া হয়।