দীর্ঘদিন ধরে ব্যাঙ্কে কর্মী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। সেকারণে স্থায়ী কর্মী নিয়োগের দাবিতে এবার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সেকারণে আগামী মাসে বেশ কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর ফলে সমস্যায় পড়তে পারেন রাষ্ট্রয়ত্ব এবং বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকরা।
৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে ধর্মঘট চলবে। তবে সমস্ত ব্যাঙ্ক একসঙ্গে এই ধর্মঘটে সামিল হবে না।
৪ ডিসেম্বর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে ধর্মঘট হবে। ৫ ডিসেম্বর ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ৬ ডিসেম্বর কানাড়া ব্যাঙ্ক ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ৭ ডিসেম্বর ইন্ডিয়ান ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্ক এবং ৮ ডিসেম্বর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ধর্মঘট হবে৷ এর পাশাপাশি ১১ ডিসেম্বর সমস্ত বেসরকারি ব্যাঙ্কে ধর্মঘট হবে।