উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের মাঝেই জামিন পেলেন লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষক হত্যায় অভিযুক্ত আশিস মিশ্র। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে জামিন পাওয়ায় স্বস্তি গেরুয়া শিবিরে।
২০২১ সালের ৩ অক্টোবরে লখিমপুর খেরিতে ৪ কৃষক সহ মোট ৮ জনের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। তাঁর জেলও হয়েছিল। এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ লখিমপুর খেরি হিংসার মামলায় বিজেপি নেতা অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রকে জামিন দিয়েছে।
আরও পড়ুন: Sougato Roy: আইপ্যাক নিয়ে মুখ খোলা যাবে না, সৌগত রায়কে বার্তা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের
২০২১ সালের গত ৩ অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য্যের সভাকে ঘিরে গোলমাল শুরু হয় লখিমপুর খেরিতে। আন্দোলনকারী কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন মন্ত্রীদের আসার পথে। বিক্ষোভ চলাকালীন একটি কালো রঙের SUV গাড়ি হঠাৎ ধাক্কা দেয় কৃষকদের। পাল্টা তেড়ে যান আন্দেলনকারীরাও। সেখানেই চার কৃষক সহ আট জনের মৃত্যু হয়।