বিজেপি দলিত বিরোধী !
রাজ্যসভায় বিআর আম্বেদকর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফ্যাশন মন্তব্যের এবার তীব্র বিরোধিতা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানিয়েছেন, যা হয়েছে, তাতে বিজেপির মুখোশ খুলে গিয়েছে। মমতার দাবি, বিজেপি যে দলিত বিরোধী তা স্পষ্ট হয়েছে অমিত শাহের ভাষণেই।
রাজ্যসভায় সংবিধান বিতর্কে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন, আম্বেদকর এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এত বার যদি ভগবানের নাম নেওয়া হত, তাহলে সাত জন্ম স্বর্গবাস হত।
অমিত শাহের এই মন্তব্য কার্যত সংসদের ভিতরে ও বাইরে চেগে ওঠেন বিরোধীরা। এদিন আম্বেদকরের ছবি হাতে প্রতিবাদ করেন কংগ্রেস ও অন্য বিরোধী দলের সাংসদরা। এই প্রেক্ষাপটেই তৃণমূল কংগ্রেস নেত্রীর কটাক্ষ, লক্ষ লক্ষ মানুষ আম্বেদকররে আদর্শের দ্বারা অনুপ্রাণিত। অমিত শাহের এই মন্তব্য তাঁদের সকলের জন্য অপমানজনক। শাহের আপত্তিকর মন্তব্যটি কেবল তাঁর উপরই নয় বরং সংবিধানের খসড়া কমিটির সকল সদস্যের উপর একটি আক্রমণের সামিল।
আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমাজ মাধ্যমে কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সমাজমাধ্যম থেকে বিরোধীদের পাল্টা তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ইস্যুতে মোদীর নিশানায় মূলত কংগ্রেস। প্রধানমন্ত্রীর বক্তব্য, যদি কংগ্রেস এবং তাদের পচে যাওয়া ব্যবস্থা মনে করে যে অসত্য কথা দিয়ে তাদের দীর্ঘ বছরের অক্ষমতা লুকোবে, তা হলে তারা ভুল করছে।
বিশেষত, আম্বেদকর তারা যা অপমান করেছে, তা ভোলার নয়। মোদীর অভিযোগ, পরিবারতন্ত্র দিয়ে সংবিধানের প্রণেতাকে মুছে ফেলার চেষ্টা করেছে কংগ্রেস। এখানে প্রধানমন্ত্রীর সংযোজন, আম্বেদকরকে নির্বাচনে হারাতে জওহরলাল নেহরু তাঁর বিরুদ্ধে প্ররোচনা করেছিলেন। এমনকি সংসদে সেন্ট্রাল হলে আম্বেদকর প্রতিকৃতি বসাতে বাধা দিয়েছিল কংগ্রেস।