২ মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো ও গণধর্ষণ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মণিপুরের ভয়ানক হিংসার ঘটনায় উত্তপ্ত জাতীয় রাজনীতি। বৃহস্পতিবার মোট ৭টি মামলা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভিডিয়ো কীভাবে ভাইরাল হল, তারও তদন্ত করবে সিবিআই।
সংসদের বাদল অধিবেশেন মণিপুরের ওই কান্ড নিয়ে প্রতিবাদে বিরোধী শিবির। অমিত শাহ মণিপুরের ঘটনায় ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন। ওই ভিডিয়ো ভাইরাল করার সময় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জানিয়ে দেন, সিবিআই আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখবেন।
সম্প্রতি সংসদে মণিপুরে ঘটনা নিয়ে অনাস্থা প্রস্তাব পাশ করেছে বিরোধীরা। মণিপুরে যাওয়ার কথা ২৬ বিরোধী জোট INDIA-এর প্রতিনিধি দলের। এর আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র।