প্রকাশ্য রাস্তায় কাস্তে দিয়ে স্ত্রীর ধর থেকে মুণ্ডু কেটে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায়। অভিযুক্ত শাশুড়ির উপরেও হামলা চালিয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত রঙ্গস্বামী নামে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার মায়ের সঙ্গে বাজারে গিয়েছিলেন রঙ্গস্বামীর স্ত্রী কুমারী। আচমকাই তাঁদের পথ আটকান রঙ্গস্বামী। বচসা শুরু হতেই কাস্তে বের করে স্ত্রী'র গলায় কোপ বসিয়ে দেন তিনি। বেশ কয়েক কোপে স্ত্রী'র ধর থেকে মুণ্ডু আলাদা হয়ে যায়। এরপর শাশুড়ির উপরেও হামলা চালান বলে অভিযোগ। কিন্তু কোনও ক্রমে পালিয়ে প্রাণ বাঁচান ওই মহিলা।
আরও পড়ুন - রাজ্যসভা থেকে হঠাৎ ইস্তফা জেপি নাড্ডার, কারণ ঘিরে প্রশ্ন
এই ঘটনার সময় চিৎকার করে রঙ্গস্বামীকে থামানোর চেষ্টা করেছিলেন অনেকেই। কিন্তু ভয়ে কেউ কাছে ঘেঁষতে সাহস পাননি। স্ত্রীকে খুনের পর ঘটনাস্থল থেকে চলে যান অভিযুক্ত। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। হাসাপাতালে নিয়ে যাওয়া হয় আক্রান্ত মহিলাকে। পুলিশের অনুমান, সাংসারিক বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে।