সরকারের জেড ক্যাটাগরি (Z Category) নিরাপত্তা প্রত্যাহার করলেন এআইএমআইএম (AIMIM) নেতা আসাদউদ্দিন ওয়েসি (Asaduddin Owaisi)। উত্তরপ্রদেশে তাঁর ওপর আক্রমণের পর সংসদে একথা জানালেন তিনি। সংসদে তিনি সরকারের কাছে আবেদন করেন, তাঁর ওপর যারা আক্রমণ করেছে, তাদের ওপর UAPA আইনের ধারায় ব্যবস্থা নেওয়া হোক। আর দেশে ঘৃণা ও বিদ্বেষের রাজনীতির অবসান হোক।
সংসদে এদিন ওয়েসি বলেন, "আমার কোনও জেড ক্যাটাগরির নিরাপত্তা চাই না। আমি সবার মতো এ-ক্যটাগরির নাগরিক হতে চাই। যারা আমার ওপর গুলি চালাল, তাদের ওপর কেন UAPA আইন আনা হবে না? আমি এই ঘটনা নিয়ে চুপ থাকব না। দেশে গরীবদের জীবন সুরক্ষিত থাকলে আমার জীবনও সুরক্ষিত থাকবে। যারা গুলি চালিয়েছে, তাদের আর ভয় পাই না।"
আরও পড়ুন: বিস্ফোরক মহুয়া মৈত্র! বিজেপি সাংসদদের গো-মূত্র খেতে বললেন তৃণমূল সাংসদ
বৃহস্পতিবার পশ্চিম উত্তরপ্রদেশের হাপুর এলাকা থেকে দিল্লি ফেরার সময় ওয়েসির গাড়িতে গুলি চলে। তিনি বিধানসভা নির্বাচনের প্রচার সেরে ফিরছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। হামলার নেপথ্যে যারা ছিল, তাদের গ্রেফ্তার করা হয়েছে। সোমবার সংসদে এই ঘটনা নিয়ে বিবৃতি দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।