অসমে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। নতুন করে আরও চার জনের মৃত্যু হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে। ফলে রাজ্যে বন্যায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২১।
শিলচরের পরিস্থিতি উদ্বেগজনক। রবিবারও শিলচরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। রবিবার সেখানকার পরিস্থিতি ঘুরে দেখেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নৌকা করে দুর্গত এলাকায় যান তিনি। গত ২০ জুন থেকে বন্যার জেরে দুই লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন শিলচরে।
আরও পড়ুন- Tripura By-Election Result:ত্রিপুরায় প্রত্যাশা মতোই জিতল বিজেপি, শোচনীয় ফল তৃণমূলের
জানা গিয়েছে, অসমের ২৭টি জেলার ২,৮৯৪টি গ্রামের ২৫ লক্ষেরও বেশি মানুষ বন্যায় বিপর্যস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরপেটা। সেখানে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। ৬৩৭টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে দু’লক্ষেরও বেশি মানুষ। ৮০ হাজার ৩৪৬ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।