সরকারি চাকরি মানেই আরাম! সেই দিন শেষ। এবার সরকারি কর্মীদের সময়ে অফিসে ঢুকতেই হবে। এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্র। সকাল ৯টা ১৫-এর মধ্যে অফিস ঢুকতে না পারলে কাটা যাবে অর্ধেক দিনের ছুটি। শীর্ষকর্তা থেকে পিওন, ক্লার্ক, সবাইকেই এই নির্দেশ মানতে হবে।
কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্য়ান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে এই কড়া নির্দেশ জারি করা হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটের মধ্যে বায়োমেট্রিকে সব কর্মীদের চেক ইন করতেই হবে। না করতে পারলে ক্যাজুয়াল লিভ থেকে অর্ধেকদিনের ছুটি কাটা যাবে।
নির্দেশিকায় সরকারি কর্মীদের দুমদাম ছুটি নিতেও বারণ করা হয়েছে। যদি কেউ এমার্জেন্সিতে আসতে না পারেন, আগেই ক্যাজুয়াল লিভের আবেদন পাঠাতে হবে। কর্মীদের উপস্থিতি ও নিয়মানুবর্তীতা নিয়ে এবার নিয়মিত নজরদারি রাখা হবে।