Auto Expo 2023 অনুষ্ঠানের মঞ্চ কাঁপাল একের পর এক ইলেকট্রনিক গাড়ি। দীর্ঘ তিন বছর পর সাড়ম্বরে অনুষ্ঠিত হল গাড়ির মেলা।
টাটা, মারুতি, হুন্ডাই সহ একাধিক ব্র্যান্ডের গাড়ির সমাহার ছিল প্রথম দিন থেকেই। টাটাকে টেক্কা দিতে মাঠে নেমেছে মারুতি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে কনসেপ্ট কার ইভি এক্স এক চার্জে ৫৫০ কিলোমিটারের বেশি ছুটবে।
শীতের মেলায় উষ্ণতা ছড়ালেন বলিউডের বাদশা। হুন্ডাই আইকনিক ইভি ৫ -এর উদ্বোধনে এলেন শাহরুখ খান। বিশ্ববাজারে এসে গিয়েছে আগেই। এবার দেশের বাজারে আইকনিক ইভি৫ নিয়ে আসছে হুন্ডাই ।
অটো এক্সপোতে নতুন কার্নিভাল নিয়ে এল কিয়া। আগের থেকে বদল এসেছে লুকে। আরও বেশি আকর্ষণীয় দেখাচ্ছে এই গাড়ি।