ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ রাবণ গুলিবিদ্ধ হলেন। উত্তরপ্রদেশের সাহারানপুরের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দলিত সংগঠনের ওই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাহারানপুরের এসএসপি ডক্টর বিপিন তারা জানিয়েছেন, গাড়িতে করে এসে দুষ্কৃতিরা চন্দ্রশেখরের কনভয়ে গুলি করে। একটি বুলেট তাঁর শরীর স্পর্শ করে বেরিয়ে যায়। আপাতত তিনি সুস্থ আছেন।
সাহারানপুরে একটি সাংগঠনিক কর্মসূচিতে গিয়েছিলেন চন্দ্রশেখর
টয়োটো ফরচুনার গাড়িতে বসেছিলেন তিনি। দুষ্কৃতিদের গুলিতে সেই গাড়ির সিট ফুটো হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, দুষ্কৃতিরা হরিয়ানার নম্বরপ্লেট লাগানো গাড়িতে করে এসেছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গত কয়েক বছর উত্তরপ্রদেশের রাজনীতিতে দ্রুত উত্থান ঘটেছে ভীম আর্মির। কট্টর বিজেপি বিরোধী হিসাবে পরিচিত চন্দ্রশেখরের উপর কারা হামলা করল তা এখনও স্পষ্ট নয়।