কনিষ্ঠতম যাত্রীকে স্বাগত জানাল রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তা, কনিষ্ঠতমর বয়স কত? দিন ক্ষণের হিসেব একটু জটিল বটেই। কারণ শিশুটির জন্মই হল বিমান বন্দরের টার্মিনালে।
বিমানে ওঠার জন্য অপেক্ষা করছিলেন দম্পতি। দিল্লি বিমানবন্দরে তখন ভরপুর ব্যস্ততা। ৩ নম্বর টার্মিনালে পুত্র সন্তান প্রসব করলেন মহিলা। কনিষ্ঠতম যাত্রীকে স্বাগত জানিয়ে রীতমতো গর্বিত বিমানবন্দর কর্তৃপক্ষ। টুইট করে সে খবর জানাল দেশবাসীকে।
বিমানে ওঠার ঠিক আগেই প্রসব যন্ত্রণা শুরু হয় মহিলার। বিমানবন্দরের মেদান্ত ফেসিলিটির ব্যবস্থাপনায় আপতকালীন বার্থিং কিটের সাহায্যে শিশুটির জন্ম দিলেন চিকিৎসকেরা। সদ্যোজাত এবং মা, দুজনেই সুস্থ আছেন বলে জানানো হয়েছে বিমানবন্দরের তরফে।