বেসরকারিকরণের(Privatization) প্রতিবাদে সপ্তাহের শুরুতেই স্তব্ধ হবে ব্যাঙ্কিং পরিষেবা। সোমবার এবং মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলি। ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২১ এনে ব্যাঙ্কগুলোকে বেসরকারিকরণ করার পরিকল্পনার প্রতিবাদেই এই বনধ(Bank Strike) বলে জানা গেছে।
কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী, শ্রম বিরোধী ও জনবিরোধী বিভিন্ন নীতির বিরোধিতায় আগামী সোম ও মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং শিল্পভিত্তিক ফেডারেশনগুলি। এবার তাতে সামিল হল ব্যাঙ্ক ইউনিয়নও(United Forum of Bank Unions)। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(SBI) তরফে বিবৃতি জারি করে জানানো হয়, সোম-মঙ্গলবার ব্যাঙ্কিং পরিষেবায় প্রভাব পড়তে পারে।
আরও পড়ুন- All India Strike: ধর্মঘট সফল করতে পথে নামবে বামেরা, মোকাবিলায় বাড়তি পুলিশ
শুধু ব্যাঙ্ক নয়, এর পাশাপাশি কয়লা, স্টিল, তেল, তামা, টেলিকম, বীমা সহ একাধিক সেক্টর এই বনধে(All India General Strike) যোগ দেবে। ফলে দেশজুড়ে আগামী দু’দিন একাধিক সেক্টরের পরিষেবাতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।