রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আগামী ২২ জানুয়ারি কেন্দ্রের অধীনস্থ সমস্ত অফিসে হাফ ছুটির ঘোষণা হয়েছে ইতিমধ্যে। অর্থাৎ রাষ্ট্রায়ত্ত সমস্ত ব্যাঙ্কও সোমবার দুপুর ২.৩০ টে পর্যন্ত বন্ধ থাকবে।
সাধারণত কাজের দিনে ব্যাঙ্ক খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। এ ক্ষেত্রে কেন্দ্র, প্রথমার্দ্ধ ছুটি ঘোষণা করায় সোমবার ব্যাঙ্ক দুপুর ২.৩০ মিনিট থেকে বিকেল ৪ টে পর্যন্ত, মোট দেড় ঘণ্টা খোলা থাকবে।
Prosenjit Chatterjee: ষাটেও দারুণ ফিট প্রসেনজিৎ! ভাতের পাতে শুধুই লেবু-লঙ্কা? ফাঁস হল ফিটনেস রহস্য
১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত অযোধ্যায় রাম মন্দিরের নানা কর্মসূচি চলবে। মূল অনুষ্ঠান আগামী ২২ জানুয়ারি। তিথি মেনে দুপুর সাড়ে ১২টায় বিগ্রহের 'প্রাণ প্রতিষ্ঠার' পুজো অর্চনা শুরু হবে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ওই দিন তাই হাফ ডে ছুটি থাকবে সব কেন্দ্রীয় সরকারি অফিসে।