করোনার প্রকোপ এখনও পুরোপুরি যায়নি। তার মাঝেই ডেঙ্গির রক্তচক্ষু। প্রতিদিন ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। প্রাণও কাড়ছে ডেঙ্গি। এর মধ্যেই এল সুখবর৷ জানা গিয়েছে, বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা।
দেশের একটি টিকা প্রস্তুতকারক সংস্থার হাত ধরেই আসতে চলেছে ডেঙ্গির ভ্যাকসিন৷ ওই সংস্থাটির নাম ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড (আইআইএল)। সরকারি রিপোর্ট অনুযায়ী, তারা ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেয়ে গিয়েছে। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সহযোগিতায় তৈরি হয়েছে ডেঙ্গির টিকা।
West Bengal Weather Update: দক্ষিণে মাঝারি, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস
আইআইএল এর ম্যানেজিং ডিরেক্টর চিকিৎসক কে আনন্দ কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত ভারতে ডেঙ্গির জন্য কোনও টিকা চালু হয়নি। যদি তাঁদের টিকার ট্রায়াল সফল হয়, তাহলে বহু ভারতীয় প্রাণে বাঁচবেন। পশুদের উপর টিকার যাবতীয় পরীক্ষা করা হয়েছে। খুব দ্রুতই মানবদেহে ট্রায়াল শুরু হবে।
সংস্থার আশা, আগামী দু’বছরের মধ্যেই ডেঙ্গির টিকা বাজারে আসতে চলেছে।
সরকারি তথ্য অনুযায়ী, প্যানাসিয়া বায়োটেক লিমিটেড এবং সানোফি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে অন্য দু’টি সংস্থাও ডেঙ্গির টিকার ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেয়েছে৷ যার মধ্যে প্যানাসিয়া বায়োটেক লিমিটেডের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সানোফি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের টিকার কাজও দ্রুতগতিতে এগোচ্ছে। তারা ইতিমধ্যেই আমেরিকায় ডেঙ্গি মোকাবিলার জন্য অনুমোদন পেয়েছে। এখন দেখার ভারতে আগে অনুমতি পায় কাদের টিকা।