Today Bharat Bandh : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ ২৪ ঘণ্টা ভারত বন্‌ধ, কড়া নিরাপত্তা বিহারে

Updated : Jun 27, 2022 09:44
|
Editorji News Desk

অগ্নিপথ প্রকল্পের (Agnipath Scheme) বিরোধিতায় আজ, সোমাবার ভারত বন্‌ধ (Bharat Bandh) । এদিন, দেশজুড়ে ২৪ ঘণ্টা বন্‌ধের ডাক দিয়েছে বেশ কয়েকটি গণসংগঠন । ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে বন্‌ধের (Strike in India) প্রভাব পড়তে শুরু করেছে । 

বিশেষ করে,এদিন নজরে রয়েছে বিহার । সেখানে বন্‌ধের প্রভাব পড়েছে । বিহারের (Bihar) বিভিন্ন এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ।  চৌরাহার ডাক বাংলোয় মোতায়েন নিরাপত্তা বাহিনী । বনধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য প্রশাসন । বিহারের ১৭টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা । বিক্ষোভের আশঙ্কায় সোমবার বিহারে বন্ধ ট্রেন চলাচল । 

আরও পড়ুন, Agnipath Scheme Date : কবে থেকে চালু হবে অগ্নিপথ, সূচি জানাল প্রতিরক্ষামন্ত্রক
 

অন্যদিকে, বন্‌ধে রাজ্যকে সচল রাখার নির্দেশিকা জারি করেছে নবান্ন । রাজ্যের সমস্ত জেলা প্রশাসন-সহ সমস্ত জোনের পুলিশকর্তাদের উদ্দেশে বাংলাকে সচল রাখার নির্দেশিকা জারি করা হয়েছে একদিন আগেই । নবান্নের তরফে একই নির্দেশিকা পাঠানো হয়েছে রেলকর্তাদেরও । এদিকে, সোমবার সকাল থেকেই হাওড়া ব্রিজে নজরদারি চালাচ্ছে পুলিশ । হাওড়া স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা । যাত্রী স্ট্যান্ড ও আশপাশের এলাকায় টহল দিচ্ছে পুলিশ । পাশাপাশি, হাওড়া ডিভিশনের সবকটি স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

গত সপ্তাহেই সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের নতুন প্রকল্প অগ্নিপথ ঘোষণা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ । চার বছরের জন্য দেশের ১৭-২৩ বছর বয়সি তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ করা হবে এই প্রকল্পে । এরপর থেকেই এই অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশ জুড়ে পথে নেমেছেন আন্দোলনকারীরা ।  কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বিভিন্ন রাজ্য । বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যগুলিতে আন্দোলন, বিক্ষোভ হিংসাত্মক আকার নিয়েছে । রাস্তা অবরোধ থেকে একাধিক ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া,ভাঙচুর কোনও কিছুই বাদ যায়নি । বাংলাতেও এই বিক্ষোভের আঁচ পড়েছে সামান্য ।  

Agnipath schemeStrikeIndiaBharat Bandh

Recommended For You

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে