সোমবার সন্ধ্যায় রাজ্যের বিজেপি সাংসদদের(BJP MPs of West Bengal) সঙ্গে বৈঠকে বসছেন শীর্ষ নেতৃত্ব। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের(BL Santosh) ডাকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের(BJP MP Subhash Sarkar) দিল্লির ফ্ল্যাটে উপস্থিত থাকতে বলা হয়েছে বাংলার বিজেপি সাংসদদের। তবে সাংসদ না হলেও এই বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari)। বৈঠকে থাকবেন সুনীল বনশল-সহ(Sunil Bansal) রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরাও।
মূলত রাজ্যে পঞ্চায়েত ভোটকে(Panchayet Election 2023) সামনে রেখে দলের অন্দরে সংগঠন, গোষ্ঠীদ্বন্দ্ব এবং নেতৃত্বের নিষ্ক্রিয়তা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা হতে পারে বৈঠকে। বৈঠকে গেরুয়া শিবিরের তরফে কিছু নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(JP Nadda)। রাত ৮টায় বৈঠক শুরু হবে বলেই খবর।
আরও পড়ুন- Covid-19 : গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা শূন্য, মৃত্যুও নেই, স্বস্তিতে রাজ্য
উল্লেখ্য, অমিত শাহ(Amit Shah) রাজ্য বিজেপির সাম্প্রতিক পারফর্ম্যান্সে খুশি নন। এমনকি, কেন বিজেপির(BJP) ভোট বামে(Left Front) ফিরে যাচ্ছে, সে সম্পর্কেও জানতে চান রাজ্য নেতৃত্বের কাছে। তারপরই এই বৈঠক হবে দিল্লিতে। ফলে বলাই যায়, পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election 2023) আগে দলের প্রতিটি নেতা, সাংসদের সক্রিয় দেখতে চাইছেন কেন্দ্রীয় নেতারা।