আপকি বার ফের মোদি সরকার ! বছর ঘোরার আগেই মধ্যপ্রদেশের সাতনা থেকে ফের স্লোগান তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি মেডিক্যাল কলেজের উদ্বোধন করে তিনি জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সংসদে ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর বিরোধীরা নিশ্চিহ্ন হয়ে যাবেন বলেও দাবি করেছেন অমিত শাহ। তাঁর দাবি, গত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ানে নরেন্দ্র মোদির ধার-কাছে কেউ নেই। শাহের এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছে কংগ্রেস।
এদিন সাতনায় আদিবাসীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই গত পাঁচ বছরে মোদি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। যোগ করেন, বিজেপি সবসময় দেশের গরিব মানুষের পাশে থেকে কাজ করেছে। এটাই বিজেপির পরিচয়।
তাঁর মতে, এই পাঁচ বছরে বিজেপি সরকার দেশের পিছিয়ে পড়া মানুষের জনকল্যাণে বারবার এগিয়ে এসেছে। আর দেশের এই মানুষগুলিই বিজেপি সম্পদ। কংগ্রেসের কড়া সমালোচনা করে ফের দেশভাগের স্মৃতি উসকে দেন অমিত শাহ। অভিযোগ করেন, দুর্নীতি আর পরিবারতন্ত্রের নাগপাশে গোটা দেশকে জড়িয়েছে কংগ্রেস।