বিহারের ভাগলপুরে (Bhagalpur) বাজির গুদামে (Firecrackers) বিস্ফোরণে মৃত্যু কমপক্ষে ১০ জনের। আহত ৯জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি বাড়িতে বেআইনি বাজি মজুত ছিল। শুক্রবার সকালে সেখানেই বিস্ফোরণটি হয়।
ভাগলপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন জানান, বাড়িটির মালিক মহেন্দ্র মন্ডল। ভাগলপুরের কাজবালিচক এলাকায় তাঁর বাড়ি। ওই বাড়িতেই বেআইনি বাজির গুদামে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে পাশ্ববর্তী দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে নমূনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এসেছে বোম স্কয়্যাডও। কী কারণে বিস্ফোরণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: 'মৃতদেহ ফেরাতে বেশি জায়গা লাগে বিমানে..', বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের
ঘটনাস্থল থেকে ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাদের শনাক্ত করার কাজ করছে প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগেও বেআইনি বাজির ব্যবসার সঙ্গে যুক্ত ছিল বাড়ির মালিক মহেন্দ্র মন্ডল। ২০০৮ সালে তার বাড়িতে আগেও বিস্ফোরণ হয়। তাঁর স্ত্রী সহ ৩ জনের মৃত্যু হয়।