আশঙ্কা একটা ছিল। জানা গিয়েছিল, প্রজাতন্ত্র দিবসে (Republic Day) দেশের তাদের এলাকা বলে পরিচিত, তেমন কোনও জায়গায় হামলা চালাতে পারে মাওবাদীরা। সারাদিন সরকারকে এই ভাবনায় ভাবিয়ে রেখে বুধবার রাতে বিস্ফোরণ (Blast) ঘটল। ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডির (Giridi) কাছে রেললাইনে (Railtrack) বিস্ফোরণের ঘটনায় অভিযোগ সেই মাওবাদীদের দিকেই।
ঠিক কী হয়েছে ?
জানা গিয়েছে, রাত ১২টা ৩৪ মিনিট নাগাদ ধানবাদ-গয়ার ডিভিশন আচমকাই বোমা বিস্ফোরণটি ঘটে। ধানবাদ ডিভিশনের, কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি এই বিস্ফোরণটি ঘটেছে বলেও জানা গেছে। মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে বলেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান করা হচ্ছে।
বিস্ফোরণের খবর আসা মাত্রই হাওড়া-গয়া-দিল্লি রেল রুটের বিভিন্ন ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। অনেক ট্রেনের রুট পরিবর্তনও করা হয়েছে। নিরাপত্তার কারণে, হাওড়া-দিল্লি রেল রুটের গোমো-গয়া (জিসি) রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ, এই লাইনের উপর দিয়ে মূলত হাওড়া-দিল্লির সব ট্রেন যাতায়াত করে।