প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে। রবিবার রাতে ওই জরাজীর্ণ দোতলা বাড়িটি ভেঙে পড়ে বলে জানান দিল্লি সেন্ট্রালের ডিসিপি শ্বেতা চৌহান। লাহোরি গেটের কাছে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। আহত হয়েছেন বাড়ির একাধিক বাসিন্দা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।
জানা গিয়েছে, শনিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে দিল্লিতে। রবিবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বাড়িটি। শ্বেতা চৌহানের কথায়, এখনও অবধি ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তল্লাশি জারি রেখেছে এনডিআরএফের ৫টি টিম। ঘটনাস্থলে রয়েছে মেডিকেল টিমও।
প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তর ভারত। এর মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশএ অবস্থা ভয়াবহ। লখনউয়ে বন্ধ করা হয়েছে স্কুল-কলেজ। এছাড়া আলিগড়, মীরাট, গাজিয়াবাদেও অবস্থা গুরুতর। বিভিন্ন জায়গায় বাড়ি ভেঙে, দেওয়াল চাপা পড়ে, বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।