ডিপফেক প্রযুক্তি নিয়ে কড়া অবস্থান কেন্দ্রের। বৃহস্পতিবার গুগল, ফেসবুকের পরিচালক সংস্থার সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের কর্তারা। বৈঠকে ছিলেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ডিপফেক প্রযুক্তির মোকাবিলায় পদক্ষেপ গ্রহণে ১০ দিন সময় নিচ্ছে কেন্দ্র। ডিপফেক প্রযুক্তি নিয়ে খসড়া আইন তৈরি করা হবে বলেও জানান তিনি। প্রস্তাবিত আইনে কড়া শাস্তিও দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এই নিয়ে ১ ডিসেম্বর পরবর্তী বৈঠক করবে কেন্দ্র। সব পক্ষের সঙ্গে এই নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। প্রধানত চারটি বিষয়ের উপর আলোচনা হবে। চিহ্নিতকরণ, প্রতিরোধ, নথিবদ্ধ ও সচেতনতা।
প্রসঙ্গত, ডিপফেক প্রযুক্তি নিয়ে সমাজের সব স্তরেই উদ্বেগ ছড়াচ্ছে। এই প্রযুক্তিতে কৃত্রিম মেধার সাহায্যে কারও শরীর বা কারও মুখ বদলে দেওয়া হচ্ছে। তৈরি হচ্ছে ভুয়ো ভিডিও, অধিকাংশ ক্ষেত্রে শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।