কেন্দ্রীয় যেকোনও অনুমোদন তা লাইসেন্সের পুনর্নবীকরণ, বিনিয়োগ থেকে ব্যবসা সব ক্ষেত্রেই প্যান নম্বর বা Permanent Account Number (Pan Card) কেই একমাত্র ID করতে চাইছে কেন্দ্র। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় বানিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের সমস্ত অনুমোদনের জন্য প্যান কার্ডই যথেষ্ট।
বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে EPFO, TIN, TAN সহ প্রায় এক ডজনেরও বেশি ID ব্যবহার হয়। কিন্তু এবার থেকে যেকোনও আর্থিক লেনদেনের কাজ চোখের নিমেষে হয়ে যাবে প্যান কার্ডের মাধ্যমেই।
আরও পড়ুন : সংসদেও বজায় থাক সৌজন্য, শীতকালীন অধিবেশন শুরুর আগে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমে (NSWS) এই প্যান ব্যবহার করা যাবে। যেকোনও কাজে সংস্থার বা ব্যক্তির একটি প্যান নম্বরই গ্রহণ করবে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম। কেন্দ্র মনে করছে এর ফলে তথ্য নকলের সম্ভাবনাও কমবে। সরকার যেকোনও প্রয়োজনে প্যান নম্বর ব্যবহার করেই সেই ব্যক্তির ডাটা অ্যাকসেস করতে পারবে৷