'সমকামী বিবাহ হল শহুরে অভিজাত ধারণা', সুপ্রিম কোর্টকে এমনটাই জানানো হল কেন্দ্রের পক্ষ থেকে। সমকামী বিবাহের আইনি স্বীকৃতি চেয়ে দেশের বিভিন্ন আদালতে যে সব মামলা রুজু করা হয়েছিল, শীর্ষ আদালতের কাছে সেই সব মামলাই খারিজ করার আবেদন জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, "সমকামী বিবাহ হল শহুরে অভিজাত ধারণা। দেশের জনসাধারণের সামাজিক মূল্যবোধের সঙ্গে যার কোনও সম্পর্ক নেই"।
কেন্দ্রের যুক্তি, সমলিঙ্গের দুই ব্যক্তির একসঙ্গে থাকা এবং যৌন সম্পর্ক, ভারতের প্রচলিত পারিবারিক ধারণার পরিপন্থী। এছাড়া, ভারতে বিবাহ বিষয়ক যে সমস্ত আইন রয়েছে, তার সবই শুধুমাত্র কোনও পুরুষ এবং মহিলার বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ ভারতে বিবাহ বলতে বিপরীত লিঙ্গের দুই ব্যক্তির মিলনই বোঝায়।
সমকামী সম্পর্ক বৈধতা পেলেও সমকামী বিয়ে এখনও আইনি স্বীকৃতি পায়নি ভারতে। সুপ্রিম কোর্টে এর আগেই সমকামী বিয়ের আইনি স্বীকৃতির বিরোধিতা করে হলফনামা পেশ করেছিল কেন্দ্র।
উল্লেখ্য, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর এক ঐতিহাসিক রায়দানের মাধ্যমে পাঁচ সদস্যের বিচারপতিদের বেঞ্চ জানিয়েছিল, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার আওতায় দু'জনের পূর্ণ সম্মতিতে সমকামী সম্পর্ক অপরাধ নয়। সেই পাঁচ বিচারপতির বেঞ্চে ছিলেন দেশের বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ও।