উত্তর থেকে দক্ষিণ, অগ্নিপথের বিরুদ্ধে উত্তাল দেশ। এই পরিস্থিতিতে অগ্নিপথ প্রকল্পের নিয়ম আরও শিথিল করল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে জানানো হয়েছে, প্রথম ব্যাচের অগ্নিবীরদের বয়সের ঊর্ধ্বসীমা আরও ৫ বছর বাড়ানো হল। প্রথমে ২১ বছর, পরে আন্দোলনের প্রেক্ষিতে ২৩, এ বার আরও বাড়ল নিয়োগের ঊর্ধ্বসীমা। তবে এটা শুধু প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য। তা ছাড়াও, অগ্নিবীররা অবসরের পর কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং অসম রাইফেলসে ১০ শতাংশ সংরক্ষণ পাবেন। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন সিআরপিএফে অগ্নিবীরদের অগ্রাধিকার দেওয়া হবে। তার পর দিনই সামনে এল এই ঘোষণা। এর ফলে চার দিন ধরে চলা বিক্ষোভের প্রশমন হবে বলে আশা করছে ওয়কিবহাল মহল।
এদিকে, শুক্রবার তেলঙ্গনায় বিক্ষোভ দেখানো সময় পুলিশের গুলিতে নিহত যুবকের পরিবারের পাশে দাঁড়াল সরকার। তেলঙ্গনা সরকার এককালীন ২৫ লাখ টাকা ওই পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অগ্নিপথের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শুক্রবার প্রাণ হারান ওই যুবক।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এই নীতির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের ডাকা বিহার বনধ এখনও পর্যন্ত শান্তিপূর্ণ। বিরোধী আরজেডি এই বনধকে সমর্থন করেছে। শুক্রবারই বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী জানান, আগামী ২৪ জুন থেকে ভারতীয় বায়ুসেনার নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করা হবে। ভারতীয় সেনার পক্ষ থেকেও আগামী কয়েকদিনের মধ্যেই নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা করা হয়েছিল।