কেন্দ্রীয় সরকার ১৮ বছরের বেশি বয়সি ব্যক্তিদের জন্য বুস্টার ডোজ হিসাবে বায়োলজিক্যাল ই-এর কর্বেভ্যাক্সকে (Corbevax) অনুমোদন দিল। যাঁরা কোভিশিল্ড (Covishield) বা কোভ্যাক্সিনের (Covaccine) দুটি ডোজ (Covid dose) নিয়েছেন তাঁরা এবার থেকে তৃতীয় ডোজে (Third dose) কর্বেভ্যাক্স (Corbevax) নিতে পারবেন। এই প্রথম দেশে বুস্টার ডোজের জন্য ‘মিক্স অ্যান্ড ম্যাচের’ অনুমোদন দেওয়া হল।
দেশে কোভিডের দুটি টিকা দেওয়ার পর বুস্টার ডোজ় (Booster dose) দেওয়াও শুরু হয়ে গিয়েছে। কোনও ব্যক্তি যদি প্রথম ও দ্বিতীয় কোভিড টিকা হিসেবে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়ে থাকেন তাহলে এতদিন তাঁরা সেই নির্দিষ্ট টিকাই বুস্টার ডোজ় হিসেবে নিতে পারতেন।
আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নালিশ চিঠিতে ফের রাষ্ট্রপতি শাসনের দাবি সুকান্তর
তবে কেন্দ্রের এই অনুমোদনে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন টিকা নিলেও বুস্টার ডোজ় হিসেবে কর্বেভ্যাক্স নিতে পারেন। দেশে এটাই প্রথম ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ (Mix and match booster dose) বুস্টার ডোজ়।
উল্লেখ্য, গত জুন মাসেই হেটেরোলোগাস বুস্টার (Heterologous booster) হিসেবে কর্বেভ্যাক্সকে অনুমোদন দিয়েছিল ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দুটি ডোজ় নেওয়ার ৬ মাস বা ২৬ সপ্তাহ পর কর্বেভ্যাক্সের বুস্টার ডোজ় নেওয়া যাবে। ১৮ বছরের বেশি যে কেউ এই টিকা নিতে পারবেন।