জামতাড়া গ্যাং নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে বাড়তি উদ্যোগ নিল স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহর দফতর সাধারণ মানুষের ফোনে এসএমএস পাঠিয়ে পাঠিয়ে সতর্ক করছে।
জামতাড়া গ্যাং-এর ফাঁদে পা দিয়ে মুহূর্তের মধ্যে সর্বস্ব খোয়াচ্ছেন অনেকেই। কখনও অচেনা নম্বর থেকে আসা ফোন মোবাইলের সিম আপডেট করতে বলছে, কখনও ব্যাঙ্কের নাম করে কেওয়াইসি তথ্য চাইছে। বাংলা-সহ গোটা দেশেই এই চক্র দিন দিন সক্রিয় হচ্ছে। রোজকার জমা পড়া অজস্র রিপোর্টকে কেন্দ্রীভূত করতে ২০১৯ সালেই উদ্যোগী হয় কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তৈরি হয় ‘দ্য ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’। এ বার সেই পোর্টালকে আরও কার্যকরী করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৯৩০ নম্বরে সারাদিন অর্থাৎ ২৪ ঘণ্টার যে কোনও সময়ে ফোন করে অভিযোগ জানানো যাবে। আবার কেউ রাজ্য পুলিশের কাছে অভিযোগ জানাতে চাইলে প্রতিটি রাজ্যের সংশ্লিষ্ট পুলিশ কর্তার নাম ও যোগাযোগের নম্বর দিয়ে দেওয়া হয়েছে।
যাতে কেউ প্রতারকদের ফাঁদে না পরেন তার জন্যও প্রচার চালানো হয় এই পোর্টালের মাধ্যমে।
যে কোনও রকম আর্থিক জালিয়াতি, সাইবার ক্রাইম,মহিলা, ও শিশুদের বিরুদ্ধে কোনও দুষ্কর্মের ক্ষেত্রেও অভিযোগ গৃহীত হয় এই পোর্টাল।