এই বালকের বয়স কত জানেন ? সে কোথায় থাকে জানেন ? জানেন না তো, তাহলে আসুন একটু আলাপ করা যাক। এই ছেলের নাম অভিনব আরোরা। ছোট থেকে কৃষ্ণ ভক্ত অভিনব নিজেকে শিশু-সাধু বলেই দাবি করে। শুধু তাই নয়, ১০ বছরের এই ছেলের বাবা-মাও তাই মনে করেন। ইনস্টাগ্রামে অভিনবের ফলোয়ার কত জানেন ? হিসাব বলছে ৯ লক্ষের বেশি।
সম্প্রতি এক মামলায় জড়িয়ে ছিল এই ছেলে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ইউটিউবের মাধ্যমে ধর্মকে বিকৃত করার। সাত ইউটিউবারের বিরুদ্ধে মামলা লড়তে দিল্লি হাই কোর্টেও গিয়েছিল এই ছেলে। সেইসময় তাকে অনুমতি দেয়নি দিল্লি আদালত। এবারও কুম্ভের ঘটনা নিয়ে মন্তব্য করে ভাইরাল দিল্লির এই বালক।
কুম্ভ মানে আক্ষরিক অর্থেই মিলন মেলা। কথায় আছে এই মেলায় এলে নাকি ভারতকে বোঝা যায়। সেই মেলায় এসেই এবার সন্ন্যাসী হয়েছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। আর এই মেলায় ভাইরাল হয়েছেন আর এক মহিলা।
সামুএলিনা45 । ইনস্টাগ্রামের এই প্রোফাইল থেকে পোস্ট হয়েছে মহিলার তোয়ালে গায়ে দেওয়ার ছবিতে। ভিডিওতে দেখা গিয়েছে, শীতের রাতে ওই পোশাকেই ত্রিবেণী ডুব দিতে যাচ্ছেন ওই মহিলা। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়ও ওঠে। বন্ধ করে দেওয়া হয় কমেন্ট বক্স। গত ২৬ জানুয়ারি এই ভিডিও প্রকাশ করা হয়েছিল।
নেটিজেনদের অভিযোগ, কুম্ভের প্রতি মানুষের বিশ্বাসকে ভঙ্গ করেছেন এই মহিলা। এই পরিস্থিতির মধ্যে মৌনী অমাবস্যার রাতে অমৃত স্নানের সময় পদপৃষ্টের ঘটনা থেকে শিক্ষা নিল উত্তরপ্রদেশ সরকার। বাতিল করা হয়েছে সব ভিভিআইপিদের গাড়ি। বন্ধ করা হয়েছে বাড়তি ভিড়।