নতুন আর্থিক বছরে ধুমপায়ীদের জন্য দুঃসংবাদ। তবে সিগারেটের দাম (Cigarrete Price Hike) আরও বাড়তে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, সিগারেটের শুল্ক ১৬ শতাংশ বাড়ানো হয়েছে। সিগারেট, বিড়ি, সহ অন্যান্য তামাকজাত দ্রব্যের দামও বাড়তে পারে।
তবে মোবাইল ও টেলিভিশনের দাম আবার সস্তা হয়েছে। কাপড় ও কৃষিজাত সামগ্রীর দামের শুল্ক ২১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে। এবার খেলনা, সাইকেল, অটোমোবাইল-সহ কিছু সামগ্রীর শুল্ক কমেছে। তবে সোনা ও রুপোর দামে কেন্দ্রীয় শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন: বাজেটে লাভবান ভারতীয় রেল, মোদী জমানায় ৯ গুণ বাড়ল বরাদ্দের পরিমাণ