পয়লা ডিসেম্বর থেকেই দাম বাড়ল এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের (LPG Gas), তেল বিপণন সংস্থার তরফে জানানো হয়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে ২১ টাকা। নয়া দাম কার্যকরী হচ্ছে ১ ডিসেম্বর থেকে।
তবে, ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থাকছে। অর্থাৎ এই পরিমাণ গ্যাসের দাম যাচ্ছে ৯২৯ টাকাই। সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুর দিকে দুবার দাম কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের। ১ নভেম্বর থেকে এক লাফে ১০০ টাকা বৃদ্ধির পরে , ১৬ নভেম্বর ৫৭ টাকা কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
Canning News: বিবাহবহির্ভুত সম্পর্কের জেরে মহিলাকে গুলি, গ্রেফতার তৃণমূল কর্মী
নতুন দামের ভিত্তিতে, দিল্লিতে একটি ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম যাচ্ছে ১৭৯৬.৫০ টাকা। আগে এই দাম ছিল ১৭৫৫.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ১৮৮৫.৫০ টাকা ছিল, এখন সেই দাম দাঁড়িয়েছে ১৯০৮.০ টাকা।