ঘূর্ণিঝড় মান্দাসের (Cyclone Mandous) জেরেই ভারী বৃষ্টিতে ভাসবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরী সহ দক্ষিণ ভারতের উপকূলীয় এলাকা। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মান্দাসে পরিণত হয়েছে। শুক্রবার সকাল থেকে চেন্নাইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় মান্দাস চেন্নাইয়ের মালাপ্পুরমের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার/ঘণ্টা।
লাল সতর্কতা জারি করা হয়েছে তামিলনাড়ুর ১৩টি জেলায়।
১২টি জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চেন্নাই পুরসভার সমস্ত পার্ক ও খেলার মাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার, দিনভর সমুদ্রের তীরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রের তীরের সমস্ত দোকানপাটও বন্ধ রাখতে হয়।
বিপর্যয় মোকাবিলায় তামিলনাড়ুতে মোট ৫০৯৩ টি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে। বন্দরে বেঁধে রাখা হয়েছে বোট। আগামী তিনদিনের জন্য মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।