সংসদে বাজেট অধিবেশনের (Budget Session) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ৩১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল বাজেট অধিবেশন হবে। শুক্রবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, ৬৬ দিন চলবে এই অধিবেশন। ১ ফেব্রুয়ারি, ইউনিয়ন বাজেট (Union Budget) পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)।
প্রসঙ্গত, ২০২৩ সালে একাধিক রাজ্যে বিধানসভা ভোট আছে। বাংলায় পঞ্চায়েত নির্বাচনও আছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এবারের বাজেট অনেকটাই গুরুত্বপূর্ণ শাসক দল বিজেপির কাছে। ২০২৪ নির্বাচনকে পাখির চোখ রেখেই বাজেট পেশ করতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে।
আরও পড়ুন: 'নকল' আইএএস সেজে লক্ষাধিক পণ, পুলিশকে দেখে বাথরুমে লুকোল অভিযুক্ত
বাজেটের উপরই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা নির্ভর করে। বাজেট থেকেই ঠিক হবে, কোন কোন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে বা কমছে।