দিল্লির পাণ্ডবনগর হত্যারহস্যে(Delhi Murder Case) নয়া মোড়। সৎবাবা অঞ্জন দাসকে খুনের পর তাঁর দেহের টুকরোগুলি পূর্ব দিল্লির নানা জায়গায় ফেলে আসে অভিযুক্ত দীপক দাস। এবার দিল্লি পুলিশের(Delhi Crime News) হাতে আরও এক চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ। যা থেকে তাঁদের অনুমান, ভিডিওতে থাকা ব্যক্তি খুনে অভিযুক্ত দীপক দাস, যে মৃতের কাটা মাথা পুঁতে দিতে এসেছিল মাঠে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার তাঁদের হাতে আসে ওই সিসিটিভি ফুটেজ(CCTV Footage)। ভিডিওতে দেখা যায়, দিল্লির একটি মাঠে প্লাস্টিক ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে দীপক। ব্যাগটি তারপর মাঠে রাখে সে। বেশ কিছুক্ষণ পর ফের ব্যাগটি মাঠ থেকে তুলে হাঁটতে শুরু করে দীপক। সিসিটিভি ফুটেজে ওই দৃশ্য দেখা পড়ার পর সন্দেহ হয় পুলিশের(Delhi Police)। তদন্তে নামতেই জানা যায়, মৃত অঞ্জন দাসের কাটা মাথা মাঠের মধ্যে পুঁতে দিতে এসেছিল ওই অভিযুক্ত।
আরও পড়ুন- Delhi Crime: ফের শিরোনামে দিল্লি! ব্যক্তির দেহ ২২ টুকরো করে ফ্রিজে রেখেছিলেন স্ত্রী-পুত্র, তারপর...
গত জুন মাসে পূর্ব দিল্লির পাণ্ডবনগরে(Delhi Murder Case) একাধিক দেহের টুকরো উদ্ধার হয়েছিল। কিন্তু দেহাংশগুলি পচে গলে যাওয়ার কারণে তখন বিশদে কিছু জানা যায়নি। পরবর্তীতে শ্রদ্ধা খুনের(Shraddha Walker Murder Update) তদন্ত করতে গিয়ে উঠে আসে পাণ্ডবনগরের একাধিক দেহাংশের কথা। খতিয়ে দেখা শুরু হয় জুন মাসে উদ্ধার হওয়া ওই দেহাংশ শ্রদ্ধার কি না। এরপরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।
তদন্তে দেখা যায়, ওই দেহাংশ পাণ্ডব নগরের বাসিন্দা অঞ্জন দাস(Anjan Das Murder Case) নামে এক ব্যক্তির। যিনি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। অভিযোগ, সেই কথা জানতে পেরে তাঁর স্ত্রী পুনম এবং ছেলে দীপক তাঁকে খুন করার সিদ্ধান্ত নেন।