রাজধানী দিল্লিতে বৃষ্টি আরও বাড়বে। এমনই পূর্বাভাস মৌসম ভবনের। একাধিক এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। রাজধানীর বহু এলাকা এখনও জলমগ্ন। শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১। তাঁদের মধ্যে ৬ জন জমা জলে ডুবে মারা গিয়েছেন। দিল্লি প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে।
শনিবারের বৃষ্টিত নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারির মতো মধ্য দিল্লি একাধিক এলাকায় সফদরজঙে বৃষ্টি হয়েছে ৮.৯ মিলিমিটার। লোধি রোডে ১২.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবি ও সোমেও ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস মৌসম ভবনের। পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে।
শুধু দিল্লি নয়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও বৃষ্টি হবে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও ৩ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।