ফের দাম বাড়ল রান্নার গ্যাসের (LPG cylinder price hike) । আরও একবার মধ্যবিত্তদের পকেটে টান পড়তে চলেছে । বুধবার, একধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ( Domestic Gas Cylinder Price Hike) বাড়ল ৫০ টাকা । কলকাতায় গার্হস্থ্য সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১০৭৯ টাকা । এদিন থেকেই তা কার্যকর হচ্ছে । এই নিয়ে দু'মাসে ১০৩ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম (Cooking Gas price) ।
বুধবার রান্নার গ্যাসের ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের পাশাপাশি দাম বাড়ানো হয়েছে পাঁচ কেজির ছোট সিলিন্ডারেরও । সিলিন্ডার পিছু ১৮ টাকা করে বাড়ানো হয়েছে । তবে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার পিছু সাড়ে আট টাকা করে কমানো হয়েছে । বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial Gas Cylinder Price) বর্তমান দাম ২ হাজার ১৩২ টাকা ।
আরও পড়ুন, West Bengal Weather Update : বর্ষায় বৃষ্টির ঘাটতি ! নিম্নচাপ ছাড়া ভারী বৃষ্টি নেই দক্ষিণের কপালে
গত, ৬ মে গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৯৭৬ টাকা । তারপর থেকে গত দু'মাসে, দুই পর্যায়ে দাম বাড়ে রান্নার গ্যাসের । প্রথমে ৫০ টাকা, পরে ৩ টাকা দাম বাড়ে । কলকাতায় এতদিন পর্যন্ত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১০২৯ টাকা । কিন্তু, বুধবার থেকে একধাক্কায় ফের ৫০ টাকা দাম বেড়ে গেল রান্নার গ্যাসের সিলিন্ডারের।