দেশে (India) তৈরি ড্রোনের (Drone) বাজার প্রশস্ত করার জন্য বিদেশি ড্রোনের আমদানির ওপর বুধবার নিষেধাজ্ঞা (Drone import banned) চাপাল কেন্দ্র। প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য আমদানি করা বিদেশি ড্রোনকে অবশ্য এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। তবে, সেই ধরনের ড্রোন আমদানির ক্ষেত্রেও বিশেষ ছাড়পত্র লাগবে।
আরও পড়ুন: লকডাউনে রেকর্ড আত্মহত্যা দেশে, জানাল কেন্দ্র
তবে, বেসরকারি বিমান চলাচল মন্ত্রকের পক্ষ থেকে বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়ে এই কথাও জানানো হয় যে, “ড্রোন (Drone components) তৈরির যন্ত্রাংশ আমদানির জন্য কোনও ছাড়পত্র লাগবে না”।
২০২১ সালের সেপ্টেম্বর মাসে ড্রোন এবং ড্রোনের যন্ত্রাংশ প্রস্তুত করার জন্য একটি পিএলআই স্কিম (PLI scheme) অনুমোদন করেছিল ভারত (India)।
উল্লেখ্য, গত সপ্তাহের বাজেটে ‘ড্রোন শক্তি প্রকল্প’ (Drone Shakti scheme) ঘোষণা করার পরই বিদেশি ড্রোন নিয়ে এই সিদ্ধান্ত (Drone import banned) নেওয়া হল।