বিয়ের আনন্দে মদ্যপান করছিলেন বন্ধুদের সঙ্গে। নেশার ঘোরে বিয়ে করতেই ভুলে গেলেন এক ব্যক্তি। 'গুনধর' বরের কাণ্ডে শেষ পর্যন্ত বিয়ে বাতিল করতে বাধ্য হয়েছে পাত্রীপক্ষ। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের সুলতানগঞ্জ গ্রামে।
জানা গিয়েছে, বিয়ের শোভাযাত্রা নিয়ে সুলতানগঞ্জ যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগের রাতে বন্ধুদের সঙ্গে মদের আসর জমান পাত্র। যে নেশা পরের দিনেও কাটেনি। যার জেরে বিয়ে করতে যেতেই ভুলে যান বর।
আরও পড়ুন - ধর্মঘটে স্তব্ধ রাস্তাঘাট, ২৮ কিমি পথ পায়ে হেঁটে বিয়ে করতে গেলেন বর
সেজেগুজে কনে অপেক্ষা করতে থাকেন। কিন্তু লগ্ন পেরিয়ে গেলেও বরের দেখা পাওয়া যায় না। মঙ্গলবার বরের হুঁশ ফিরতেই সে বিয়ে করতে পৌঁছন বরের বাড়িতে। বেঁকে বসেন কনে। জানিয়ে দেন, যে বিয়ে করতে ভুলে যায়, তাঁর সঙ্গে জীবন কাটানো সম্ভব নয়। বিয়ের খরচ চেয়ে বসেন তাঁরা। পাওনা আদায়ের জন্য তাঁদের বন্দিও করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।