সারদা মামলায় আদালতে ৬৫ পাতার একটি চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ওই চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ রয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের পত্নী নলিনী চিদম্বরমের নাম। জানানো হয়েছে, সুদীপ্ত সেনের কাছ থেকে দেড় কোটি টাকা নিয়েছিলেন তিনি।
আদালত সূত্রে খবর পাওয়া গিয়েছে, সারদা মামলায় আগেই বারাসতের বিশেষ আদালতে ৬টি চার্জশিট জমা দেওয়া হয়েছিল। সেখানেও নাম রয়েছে চিদাম্বরম পত্নীর। তদন্তকারী সংস্থার দাবি, পুরো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন নলিনী।
এদিকে তদন্তকারী সংস্থার দাবি, একাধিকবার নলিনী চিদম্বরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু তিনি তদন্তকারী সংস্থার ডাকে সাড়া দেননি। বরং প্রতিবারই জেরা আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।