কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েকমাস আগেই সংসদে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে বহিষ্কার করা হয়। এবার আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের।
গত ২৮ মার্চ মহুয়া মৈত্রকে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের মামলায় তলব করা হয়। সেই সমন এড়িয়ে যান তৃণমূল নেত্রী। এর আগেও তৃণমূল নেত্রীকে এই মামলায় তলব করে ইডি।
প্রসঙ্গত, গত ২০ মার্চ সংসদে ঘুষ নিয়ে টাকা নেওয়ার অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দেয়। আগামী ৬ মাসের মধ্যে সেই তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিবিআইকে।