সিবিআই-এর হাতে গ্রেফতার ICICI ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোছর (Chanda Kochhar) । কোটি কোটি টাকা প্রতারণার (Loan Laundaring case) অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । অভিযোগ, এসবের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁর স্বামী দীপক কোছরও । এদিন, তাঁকেও গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।
চন্দা কোছর ও তাঁর স্বামীর বিরুদ্ধে বেআইনিভাবে ৩,২৫০ কোটির ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে । সিবিআইয়ের অভিযোগ, ৪ বছর আগে বেণুগোপাল ধুতের ভিডিয়োকন গোষ্ঠীকে ওই বিপুল পরিমাণ অর্থ বেআইনি ভাবে ঋণ পাইয়ে দিয়েছিলেন তাঁরা । এর জন্য ICICI ব্যাঙ্কের নিয়মনীতি ভেঙেছিলেন চন্দা । চন্দার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনে সিবিআই। পাশাপাশি,সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে চন্দা, দীপক-সহ বেণুগোপালের বিরুদ্ধে কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনে মামলা রুজু করে ইডি । সেই মামলার ভিত্তিতে আগেই দীপককে গ্রেফতার করেছিল ইডি ।
আরও পড়ুন, Free Ration : বিনামূল্যে রেশন আরও এক বছর, দেশবাসীকে 'উপহার' মোদী সরকারের
উল্লেখ্য, আইসিআইসিআই ব্যাঙ্কের CEO ও এম ডি ছিলেন চন্দা । প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন । তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পর ২০১৮ সালে চন্দাকে ওই পদ থেকে বরখাস্ত করা হয় ।