বিয়ে করে প্রচুর পণ নেওয়াই লক্ষ্য! আর সেই কারণেই 'আইএএস' সেজেছিলেন এক ব্যক্তি। এই 'নকল' আইএএসকে নয়ডা থেকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। শুধু 'নকল' আইএএস সেজে পণ নেওয়াই নয়। সেই পণ নিয়ে বেপাত্তা হয়ে যান অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, ওই অভিযুক্ত ব্যক্তির নাম সঞ্জয়। তাঁকে নয়ডার আদিত্য ওয়ার্ল্ড সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে দেখে বাথরুমে লুকিয়ে পড়েছিলেন ওই অভিযুক্ত! মথুরার বাসিন্দা সঞ্জয়কে ধরতে রীতিমতো বেগ পেতে হয় উত্তরপ্রদেশ পুলিশকে।
ঘটনার সূত্রপাত, ২০২১ সালের ১৫ মার্চ। আগ্রার কালিন্দী বিহারের বাসিন্দা শ্রীনিবাস তাঁর কন্যা খুশবুর বিয়ে দেন সঞ্জয়ের সঙ্গে। অভিযোগ, সেই বিয়েতে 'পণ' হিসেবে সঞ্জয় নিয়েছিলেন ৪০ লক্ষ টাকা নগদ, ২২ লক্ষ টাকার গাড়ি এবং ৩৫০ গ্রাম সোনা! সঞ্জয় নিজের 'নকল' পরিচয়পত্রও দেখিয়েছিলেন বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়াতেও নিজের নামের পাশে 'আইএএস' লেখা ছিল তাঁর!