উত্তর ভারতের পর প্রবল বৃষ্টিতে এবার বিপর্যস্ত তেলাঙ্গানা। বিভিন্ন এলাকা ইতিমধ্যে জলের তলায়। তারই মধ্যে হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছে। শুধুমাত্র শুক্রবারেই ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা গিয়েছে, একাধিক এলাকায় হড়পা বান নেমে আসায় একাধিক গ্রাম ভেসে গেছে। জলে ডুবে মৃত্যু হয় অনেকের। শুধুমাত্র মুলুগা জেলাতেই আটজনের মৃত্যু হয়েছে বলে খবর।
এদিকে ভারী বৃষ্টির জেরে একাধিক নদীবাঁধ থেকে জল ছাড়া হয়েছে। ফলে বহু গ্রাম জলমগ্ন। বেশিরভাগ এলাকাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এমনকি, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার জন্যও অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
বিভিন্ন গ্রামে এখনও পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষ আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করতে নেমেছে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা এবং বায়ুসেনার কর্মীরা।
Read More- উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি সামাল দিতে যাবে নবান্নের বিশেষ দল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গভীর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেকারণে তেলাঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি শুরু হয়েছে।