দেবতা-সহ ভেঙে পড়ল ক্রেন। আর তাতেই মৃত্যু হল কমপক্ষে চারজনের। তামিলনাড়ুর রানিপেটের এই ঘটনার ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে রানিপেটের নেমিলি শহরে এক মন্দিরে জমায়েত হয়েছিলেন প্রায় দেড় হাজার পূণার্থী। ভিডিও দেখা গিয়েছে, ক্রেনের মাথায় একটি অস্থায়ী মন্দির তৈরি করা হয়েছিল। সেখানে বসানো ছিল দেবতার মূর্তি। ভক্তদের মালা তার গলায় পড়ানো হচ্ছে। এমন সময়ে ভেঙে মাঠে পড়ে যায় ক্রেন। গ্রেফতার ক্রেন চালক।
জানা গিয়েছে, মান্দিয়াম্মানের এই মন্দিরকে জাগ্রত বলেই মনে করেন স্থানীয় বাসিন্দারা। প্রতি বছর মাঘ মাসের প্রথম সপ্তাহে এই মন্দিরের বিশেষ পুজোর আয়োজন হয়। সঙ্গে মেলাও বসে। প্রতিবছর রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মন্দিরে পুজো দিতে আসেন হাজারের বেশি ভক্ত। রবিবারও মন্দির সংলগ্ন মেলায় হাজির ছিলেন ভক্তরা। ভিডিওতে দেখা গিয়েছে, ক্রেনের মাথায় অস্থায়ী মন্দিরে আটজন ছিলেন। তাঁদের নিয়েই মেলার মাঠে ভেঙে পড়ে ক্রেন।
তবে পুলিশ জানিয়েছে, ক্রেনের মাথায় অস্থায়ী মন্দির তৈরির কোনও অনুমতি নেওয়া হয়নি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।