সপ্তাহান্তে বাড়ল সোনার দাম। ফলে সপ্তাহের ছুটির দিনে বেশ কিছুটা অস্বস্তিতে ক্রেতারা। শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫,১৫০ টাকা । আর ২৪ ক্যারেটের দাম ৬০,১৬০ টাকা । গ্রাম প্রতি ২২ ক্যারাটে ২০ টাকা এবং ২৪ ক্যারাটে ২১ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে।
গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, শনিবার ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫,৪৯৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম যাচ্ছে ৫৪ হাজার ৯৫০ টাকা। একইভাবে, ২৪ ক্যারেটের ১০ গ্রামের দাম রয়েছে ৬০, ১৬০ টাকা । সোনার সঙ্গে রুপোর দামও বৃদ্ধি পেয়েছে । এদিন, কলকাতায়, ১ কেজি রুপোর বাটের দাম ৭৫ হাজার ১০০ টাকা ।
উল্লেখ্য, শুক্রবারের থেকে অল্প দাম বেড়েছে সোনা ও রুপোরষ ফলে বিয়ের মরশুমে কিছুটা হলেও সমস্যায় পড়বেন ক্রেতারা।