এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য কেন্দ্রের। ফোনের সুরক্ষার জন্য তৈরি হল 'সঞ্চার সাথী'। ফোন হারিয়ে গেলে, বা চুরি হয়ে গেলে এই পোর্টালের মাধ্যমে নজরদারি চালানো যাবে। নতুন কোনও সিম সেই ফোনে ভরলেও, জানা যাবে এই পোর্টালের মাধ্যমে। তথ্য সুরক্ষিত রাখার জন্য যে কোনও নেটওয়ার্ক থেকে সম্পর্ক ছিন্ন করে দিতেও পারবে সঞ্চার সাথী।
মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ এই পোর্টালের উদ্বোধন করেন। এই পোর্টালের মাধ্যমে যে কোনও ফোন নম্বরকেও চিনে নেওয়া যাবে। মোবাইল হারিয়ে গেলে, দেশের নাগরিকরা এই পোর্টালে এসে সেই নম্বর ব্লক করতেও পারবেন। একজন নাগরিক দেশে তাঁর নামে কতগুলি কানেকশন নিয়েছেন, তাও দেখা যাবে এই পোর্টালে।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, দেশে মোট ৮৭ কোটি মোবাইল কানেকশন পাওয়া গিয়েছে। যার মধ্যে ৪০ লক্ষ মোবাইল নম্বর জাল। এগুলির মধ্যে ৩৬ লক্ষ নম্বর ডিসকানেক্টেড করেছে কেন্দ্র। .