দেখাতে হবে আধার কার্ড (Aadhaar Card) । তবেই, বিয়ে বাড়িতে প্রবেশের অনুমতি মিলবে । বিয়েবাড়ির ভোজ খেতে গিয়ে এমনই শুনতে হল অতিথিদের । কনের বাড়ির এমন শর্তে না খেয়েই ফিরতে হলে বহু অতিথিকে । যার ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল (Viral Video) । এমন অদ্ভুত ঘটনার সাক্ষ্মী থাকল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলা ।
জানা গিয়েছে,ওই বিয়ে বাড়িতে নিমন্ত্রিতদের তুলনায় অনেক বেশি লোক চলে এসেছিলেন । লোকের ভিড় দেখে মাথায় হাত পড়ে যায় কনের পরিবারের । তারপরই তাঁরা সিদ্ধান্ত নেন, বরের বাড়ির তরফে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেককে আধার কার্ড (Aadhaar Card for entry in wedding ) দেখাতে হবে । পরিচয় পত্র দেখিয়েই বিয়ের বাড়িতে প্রবেশ করতে পারবেন তাঁরা । তাই যাঁদের আধার কার্ড ছিল না, তাঁরা বাধ্য হয়ে ফিরে যান ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ে বাড়ির বাইরে ভিড় । ভিতরে এক ব্যক্তি ঢোকার চেষ্টা করছিলেন । কিন্তু, অপর প্রান্ত থেকে তাঁর আধার কার্ড দেখতে চাওয়া হয় । কিন্তু,আধার না থাকায় বিয়ে বাড়ির দরজা তাঁর জন্য বন্ধ হয়ে যায় ।