ভাইপোর বিয়ে। সেই খুশিতেই লক্ষ লক্ষ টাকা ওড়ালেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। যা কুড়োতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হোয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বাড়ির ছাদ থেকে ১০ থেকে ৫০০ টাকার নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা কুড়িয়ে নিচ্ছেন বাড়ির নীচে দাঁড়িয়ে থাকা অতিথিরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujrat) কেকরি তহসিলের সেবাদা আগোল গ্রামে। জানা গিয়েছে আগোল গ্রামের প্রাক্তন প্রধান করিম যাদব। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১৬ ফেব্রুয়ারি করিমের ভাইপো রজ্জাকের বিয়ে ছিল। জাঁকজমক পূর্ণ বিয়ের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে শোভাযাত্রা নিয়ে বেরিয়েছিলেন। ওই যাত্রা শেষ হতেই বাড়ির ছাদ থেকে 'নোট বৃষ্টি' করেন করিম। স্থানীয়দের দাবি, কয়েক লক্ষ টাকা উড়িয়েছেন তিনি।
আরও পড়ুন - অ্যাকাউন্ট তাঁর নামে, ব্যাঙ্কের চিঠি শিশির অধিকারীকে, অভিযোগ জানালেন নির্মলাকে