এক স্বামীকে ভাগাভাগি করে নিয়েছেন দুই স্ত্রী। সপ্তাহের তিনটি দিন প্রথম স্ত্রীয়ের সঙ্গে থাকবেন স্বামী। অন্য তিনটি দিন থাকবেন দ্বিতীয় স্ত্রীয়ের সঙ্গে। রবিবারটি তাঁর নিজের৷ গুরগাঁওয়ের পাশাপাশি দুই ফ্ল্যাটে সুখে ঘরকন্না করছেন দুই স্ত্রী। এমনই আশ্চর্য ব্যবস্থাপনার সাক্ষী রইল দেশ। তাও একুশ শতকে।
পেশায় ইঞ্জিনিয়ার এক যুবক ২০১৮ সালে গোয়ালিয়রের এক তরুণীকে বিয়ে করেন। তাঁদের এক পুত্রসন্তান হয়। করোনার সময় স্ত্রী ও ছেলেকে শ্বশুরবাড়িতে রেখে আসেন তিনি। এই সময় এক সহকর্মীর সঙ্গে সম্পর্ক হয় তাঁর। তাঁকে বিয়েও করেন। একটি কন্যাসন্তান হয়।
খবর পেয়ে রেগে অগ্নিশর্মা প্রথম স্ত্রী৷ পারিবারিক আদালতে ভরণপোষণের অর্থ দাবি করে মামলা করেন তিনি৷ এরপরপই পট পরিবর্তন। আদালতে শুনানির সময় সমঝোতা করে নেন তিনজন৷ স্থির হয়, ভাগাভাগি করে দুই স্ত্রীকে সময় দেবেন ওই যুবক। তাতেই বিবাদের অবসান।