এবার স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষ (75th Independence Day) । আর তার উদযাপন শুরু হয়ে গেল মঙ্গলবার থেকেই । 'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী । সেখানে শুধুমাত্র তেরঙ্গার ছোঁয়া ।
প্রধানমন্ত্রীর পাশাপাশি এই অভিযানে সামিল হয়েছেন অমিত শাহ (Amit Shah),জেপি নাড্ডা (JP Nadda), বিজেপি নেতা সম্বিৎ পাত্র, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ-সহ সব নেতা মন্ত্রীরা । প্রত্যেকর প্রোফাইল ছবিতে নিজের ছবির বদলে জাতীয় পতাকার ছবি দেখা যাচ্ছে । গত রবিবার, প্রত্যেক দেশবাসীকেই এই অভিযানে সামিল হওয়ার আবেদন জানিয়েছিলেন মোদি । তাছাড়া, ২ অগাস্ট পিঙ্গালি বেঙ্কায়ার জন্মবার্ষিকী । তিনি ভারতের পতাকার নক্সা এঁকেছিলেন । তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েই এদিন থেকেই সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ডিপি হিসেবে তেরঙ্গার ছবি ব্যবহার করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ।
উল্লেখ্য, রবিবার, ৩১ জুলাই ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দেশবাসীর কাছে ‘হর ঘর তিরাঙ্গা’ অভিযানে শামিল হওয়ার আবেদন জানিয়েছিলেন । বলেন, "আগামী ২ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত দেশবাসী নিজেদের সোশ্যাল মিডিয়ার ডিপি (DP) বদলে ফেলুন । নিজেদের ছবির পরিবর্তে ব্যবহার করুন তেরঙ্গা পতাকার ছবি ।” পাশাপাশি, ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত প্রত্যেকে নিজেদের বাড়িতে পতাকা উত্তোলন করে, সেই ছবি শেয়ার করার আবেদন জানান মোদি ।