ফের তুষারপাতের জেরে সিকিমে পর্যটকদের আটকে পড়ার ঘটনা। শনিবার পূর্ব সিকিমের নাথুলা ও ছাঙ্গুতে প্রবল তুষারপাত হয়। তার জেরে এখনও ওই জায়গায় আটকে প্রায় হাজার খানেক পর্যটক। প্রশাসন সূত্রে খবর, রাতেই এলাকায় গিয়েছিল সেনাবাহিনী। বেশ কয়েকজনকে উদ্ধার করে গ্যাংটক আনা হয়েছে। তবে এখনও অনেকেই পূর্ব সিকিমে আটকে রয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টার পর থেকে শুরু হয় উদ্ধারের কাজ। প্রায় ঘণ্টা দুয়েক উদ্ধারের কাজ চলে। এরমধ্যে বেশ কিছু গাড়িকে গ্যাংটকের দিকে পাঠিয়ে দেওয়া হয়। প্রশাসনের দাবি, এই বছর তুলনায় অনেক বেশি তুষারপাত হয়েছে সিকিমে। মূলত সিকিমের এই এলাকায় মার্চ মাসের মাঝামাঝি সময়ে তুষারপাত স্বাভাবিক বলেই দাবি করা হয়েছে।